দেশের চলমান গ্যাস সংকট নিরসনে সরকার নতুন করে ১০০টি গ্যাসকূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন বাড়াতে ২০২৬-২৯ সালের মধ্যে এই কূপগুলো খনন করা হবে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, বিদ্যমান ৫০টি কূপ খনন ও ১০০টি কূপ ওয়ার্কওভার কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। নতুন ১০০টি কূপের মধ্যে ৬৯টি হবে অনুসন্ধান কূপ এবং ৩১টি হবে ওয়ার্কওভার কূপ।
বর্তমানে দেশের গ্যাসের চাহিদা ৫,০০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ২,৭০০ মিলিয়ন ঘনফুট। ফলে ব্যাপক ঘাটতির কারণে শিল্প-কারখানা ও বিনিয়োগ খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। এই সংকট মোকাবিলায় সরকার আমদানিনির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দিয়েছে।
পেট্রোবাংলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভোলা, হাতিয়া, সন্দ্বীপসহ সম্ভাব্য এলাকাগুলোতে জরিপ পরিচালনা করে গ্যাস অনুসন্ধান ত্বরান্বিত করা জরুরি।