নাটকীয় এক ম্যাচে টাইব্রেকারে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত ৯০ মিনিটে অ্যাতলেটিকো ১-০ ব্যবধানে জয় পেলেও দুই লেগ মিলিয়ে ম্যাচের সমীকরণ দাঁড়ায় ২-২। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় রিয়াল।
প্রথম মিনিটে গোল হজম করেও ১২০ মিনিট ধরে লড়ে রিয়াল। পেনাল্টি মিসের হতাশা পেছনে ফেলে শেষ পর্যন্ত টাইব্রেকারে প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে তারা।
অ্যাতলেটিকো মাদ্রিদ ১ (২) : ০ (২) রিয়াল মাদ্রিদ। (টাইব্রেকারে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে জয়ী)