পাকিস্তানে জিম্মি ট্রেনের সব যাত্রী উদ্ধার, অভিযানে নিহত ২৮ সেনা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীদের জিম্মি করা জাফর এক্সপ্রেস ট্রেনের সাড়ে ৩০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দুই দিন ধরে চলা অভিযানে ৩৩ জন সন্ত্রাসী নিহত হয়েছেন, তবে নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর অন্তত ২৮ সদস্য।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বেলুচিস্তানের বোলান এলাকায় রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনটি থামিয়ে দেয় বিদ্রোহীরা। পরে যাত্রীদের জিম্মি করে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়। হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (BLA)।

বুধবার (১২ মার্চ) পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস এবং এসএসজি কমান্ডোরা যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসীদের পরাস্ত করে যাত্রীদের মুক্ত করে।

তিনি জানান, ট্রেনের দায়িত্বে থাকা ২৭ সেনাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়া অভিযানের সময় আরও এক সেনা নিহত হন। বিদ্রোহীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে আফগানিস্তানে তাদের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিল।

স্নাইপারদের সহায়তায় একটি বগি থেকে আরেকটিতে অভিযান চালিয়ে সেনারা সন্ত্রাসীদের হত্যা করে যাত্রীদের উদ্ধার করেন। মঙ্গলবার রাতে প্রায় ১০০ জন যাত্রী মুক্ত করা হয়, বাকি যাত্রীদের বুধবার উদ্ধার করা হয়।

বেলুচিস্তানে স্বাধীনতার দাবিতে বেলুচ লিবারেশন আর্মি (BLA) কয়েক দশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে তারা আরও বেশি সহিংস হয়ে উঠেছে। সূত্র: এএফপি, ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *