আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের কথা জানান এই অভিজ্ঞ অলরাউন্ডার।

পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, “সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সতীর্থ, কোচ এবং বিশেষ করে ভক্তদের প্রতি কৃতজ্ঞ, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।”

বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বাবা-মা, শ্বশুরবাড়ির সবাইকে, বিশেষ করে তাঁর শ্বশুর এবং ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকেই তাঁর পাশে ছিলেন। স্ত্রী ও সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে মাহমুদউল্লাহ বলেন, “আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজের জার্সিতে মিস করবে।”

সাম্প্রতিক সময়ে গুঞ্জন ছিল, মাঠ থেকেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমেই অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ।

আক্ষেপের সুরে তিনি লেখেন, “সবকিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু জীবন এগিয়ে নিতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *