হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক এক হত্যাচেষ্টা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার।

বুধবার (১২ মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

শুনানিতে শমী কায়সারের পক্ষে ছিলেন আইনজীবী হামিদুল মিসবাহ এবং নাজিয়া কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার।

আইনজীবী হামিদুল মিসবাহ বলেন, হাইকোর্ট শমী কায়সারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। তিনি বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারে আছেন। অন্য কোনো মামলা না থাকলে তার মুক্তিতে এখন আর আইনগত বাধা নেই।”

গত ১৮ জুলাই, উত্তরা পূর্ব থানাধীন আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ওই সময় আন্দোলনকারীদের উপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করে, যাতে অনেকে আহত হন। হামলার শিকার ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ দাবি করেন, হামলায় অভিনেত্রী শমী কায়সারও জড়িত ছিলেন। ২৯ সেপ্টেম্বর, উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি।

মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৫ জনকে আসামি করা হয়। শমী কায়সার ছিলেন ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি। এ মামলার জেরে, গত ৫ নভেম্বর দিবাগত রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শমী কায়সারের জামিন স্থগিতের আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *