জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আমরা জনগণকে ঘিরে রাজনীতি করি। দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কষ্ট পাচ্ছে। অথচ রাজনীতিকরা কেন এসব বিষয়ে আলোচনা করছেন না? বাজার ব্যবস্থাপনা কিভাবে সাজানো হবে, উৎপাদন কীভাবে বাড়ানো যাবে—এসব নিয়েও আলোচনা হওয়া উচিত।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু গণতন্ত্র ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে আমরা সবাই ঐকমত্য। যেখানে জনগণের কথা বলার অধিকার নিশ্চিত থাকবে।

তারেক রহমান বলেন, দেশের বহুল আলোচিত বিষয় হলো সংস্কার। প্রায় সব রাজনৈতিক দল মিলে আড়াই বছর আগে ৩১ দফা প্রণয়ন করেছিল, যখন অনেকে সংস্কারের কথা বলতেও সাহস করেননি। আমরা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করেই সংস্কারের কথা বলেছি।

তিনি আরও বলেন, শুধু নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার কিংবা রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা করলেই চলবে না। আমাদের দেশের ২০ কোটি মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, শ্রমিকের ন্যায্যতা ও পরিবেশ দূষণ রোধের মতো বিষয়গুলোতেও সংস্কার প্রয়োজন।

তারেক রহমান মনে করেন, রাজনৈতিক দলগুলো কেবল নির্বাচনী ইস্যুতে সীমাবদ্ধ না থেকে দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্প উন্নয়ন ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিকল্পনা তৈরি করুক।

তারেক রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির উদাহরণ দিয়ে বলেন, তিনি যেখানে এক ফসলি জমিকে দুই ফসলি বানিয়েছেন, বাঁধ নির্মাণের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ করেছেন, কৃষকের মেরুদণ্ড মজবুত করেছিলেন। এসবই বড় সংস্কার। আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে, উদ্যোক্তাদের নিরাপত্তা দিতে হবে, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিশুদ্ধ পানি সরবরাহ, জ্বালানি সংকট সমাধান, শিক্ষাব্যবস্থার উন্নয়ন—এসবই সংস্কারের অংশ। রাজনৈতিক দলগুলোর উচিত এসব বিষয়ে নিজেদের মতামত ও পরিকল্পনা উপস্থাপন করা।

তারেক রহমান বলেন, আমি সব রাজনীতিকদের অনুরোধ করবো—আসুন, আমরা জনগণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলি, সমালোচনা করি, কিন্তু জনগণের ইস্যুগুলোকে ভুলে না যাই। তাহলেই দেশের সম্ভাবনা নষ্ট হবে না।

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক এবং পেশাজীবী প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *