সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ

গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৫৪ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, সামিট গ্রুপের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ তদন্ত করছে দুদক। এ বিষয়ে দুদকের উপপরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মালিকানাধীন স্থাবর সম্পদ হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। ফলে, তদন্তের স্বার্থে তার মালিকানাধীন সম্পদ জব্দ করা প্রয়োজন।

এর আগে, গত ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এসব হিসাবে মোট ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়।

দুদকের তদন্তে জানা গেছে, ঢাকার বাড্ডায় অবস্থিত ৫৪ কাঠা জমির বাজার মূল্য ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা হলেও এটি কাগজপত্রে মাত্র ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা দেখানো হয়েছে।

দুদকের তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *