নিউজিল্যান্ডকে হারিয়ে জয় পেল রোহিত শর্মার দল

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৯ মার্চ) নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে এক যুগ পর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলেছে ভারত। ২০১৩ সালে শিরোপা জেতার পর ২০১৭ সালে ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল তারা। এবার টানা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল।

টস জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ৪৯ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান তুলে জয় নিশ্চিত করে ভারত।

২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। উদ্বোধনী জুটিতে শুভমান গিলের সঙ্গে মিলে তোলেন ১০৫ রান। রোহিত করেন ৮৩ বলে ৭৬ রান। তবে, দ্রুত উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে ভারত। কোহলি মাত্র ২ বলে ১ রান করে ফিরলে ১২২ রানে ৩ উইকেট হারায় তারা।

এরপর শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ৬১ রানের জুটি ভারতকে ম্যাচে ফেরায়। শ্রেয়াস করেন ৬২ বলে ৪৮ রান এবং অক্ষর করেন ৪০ বলে ২৯ রান। শেষে লোকেশ রাহুলের ৩৩ বলে অপরাজিত ৩৪ রান ও রবীন্দ্র জাদেজার বাউন্ডারিতে জয় পায় ভারত।

নিউজিল্যান্ডের হয়ে ব্রেসওয়েল সর্বোচ্চ ৪০ বলে অপরাজিত ৫৩ রান করেন। ড্যারিল মিচেল ৬৩ রান করেন। বল হাতে ভারতের বরুন চক্রবর্তী ও কুলদীপ যাদব নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৫১/৭ (ব্রেসওয়েল ৫৩*, মিচেল ৬৩; বরুন ২/৪৫, কুলদীপ ২/৪০)
ভারত: ৪৯ ওভারে ২৫৪/৬ (রোহিত ৭৬, শ্রেয়াস ৪৮, রাহুল ৩৪*; স্যান্টনার ২/৪৬, ব্রেসওয়েল ২/২৮)
ফল: ভারত ৪ উইকেটে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *