চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আজ: ভারত না নিউজিল্যান্ড?

সেরা ৮ দলের জমজমাট লড়াই শেষে আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে বিকেল ৩টায়। স্পিন নির্ভর উইকেটে কারা বাজিমাত করবে, তা দেখতে অপেক্ষা সমর্থকদের।

ভারতের স্পিন শক্তি তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ সমানভাবে প্রস্তুত চ্যালেঞ্জ জানানোর জন্য। চোটের কারণে ম্যাট হেনরির না খেলার সম্ভাবনা কিউইদের জন্য দুশ্চিন্তার হলেও কাইল জেমিসন ও উইল ও’ররকি রয়েছেন ছন্দে। অন্যদিকে, রোহিত শর্মার নেতৃত্বে ভারতে রয়েছেন চার স্পিনারসহ শক্তিশালী বোলিং আক্রমণ।

ব্যাটিংয়ে দুই দলই ফর্মে: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের ব্যাটিং পারফরম্যান্স ভারতের জন্য বড় ভরসা। সমান তালে জবাব দিতে প্রস্তুত কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস ও টম ল্যাথামরা। আজকের ফাইনালে কোন অধিনায়কের হাতে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা, তা জানার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *