বরিশালে গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ আগুন

ঢাকা থেকে বরিশালে আসার পথে গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল বলে জানিয়েছে গৌরনদী হাইওয়ে থানা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সোয়া ১০টায় উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইলে এ ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুর রহমান বলেন, ঢাকা থেকে বরিশালগামী গ্রীন লাইন বাসটিতে সকাল ১০টা ১৫ মিনিটে উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল এলাকায় হঠাৎ আগুন লেগে যায়। পরে যাত্রীরা তড়িঘড়ি করে নেমে যায়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা, গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটিতে আগুন নেভান।

ওসি বলেন, শর্ট সার্কিট বা ইঞ্জিনের ত্রুটি থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে বাসের যাত্রীদের কোনো হতাহতের সংবাদ নেই।

বাসে যাত্রীরা বলেন, বাটাজোরের পর থেকেই, গাড়িতে পোড়া গন্ধ এলে যাত্রীরা সতর্ক করে। বাসের ড্রাইভার ও সুপারভাইজার, এ সময় পোড়া গন্ধ বন্ধের জন্য বাসের মধ্যে স্প্রে করে দেয়। পরে পোড়া গন্ধ আরো তীব্র হলে, বাসটিকে দক্ষিণ বামরাইলে থামানো হয়। এরপর যাত্রীরা দ্রুত নেমে যায়। এ সময় মিনিট খানেকের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে অধিকাংশ যাত্রীর লাগেজ পুড়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, বাসে সর্বশেষ ১৯ জন যাত্রী ছিল। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। তবে সবার লাগেজ পুড়ে গেছে। বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *