আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার অধিকার রাখে না: ইশরাক

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার অধিকার রাখে না। গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে পরিচিত আওয়ামী লীগ দেশ চালাতে পারে না, বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মুগদা থানা বিএনপির আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন ইশরাক হোসেন।

তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছরের আওয়ামী শাসনামলের গুম ও খুনের ঘটনা তুলে ধরে, এই দলটি গণহত্যা করেও অনুশোচনা করেনি। বরং বিদেশে বসে শেখ হাসিনা আবারও মানুষ হত্যার পরিকল্পনা করছেন।’ ইশরাক দাবি করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *