ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের দায়ে আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয় সোহেলির বিরুদ্ধে। বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেলি আক্তার অভিযোগগুলো স্বীকার করেছেন এবং এরপরই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের বাইরে থাকা সোহেলি আক্তার এক নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন। পরে তিনি মিডিয়ার কাছে স্বীকার করেন যে, ‘আকাশ’ নামের এক জুয়াড়ির কাছ থেকে তিনি এই প্রস্তাব পেয়েছিলেন এবং শুধুমাত্র মধ্যস্থতা করেছেন। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।
আইসিসির এই নিষেধাজ্ঞার ফলে তিনি আগামী পাঁচ বছর কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না।