মিটারের বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা: বিআরটিএ

গ্যাস বা পেট্রলচালিত সিএনজিচালিত অটোরিকশার চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া নিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জানিয়েছে, এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারকেও পাঠানো হয়েছে।

বিআরটিএর নির্দেশনা:
মিটারের অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।
কোনো চালক নির্ধারিত রুটের যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন।
আইন অমান্য করলে সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ৮১ ধারায় সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
চালকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার লাইসেন্সের একটি পয়েন্ট কাটা যাবে।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ভাড়ার বেশি আদায়ের অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট মোটরযানচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে ডিএমপিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *