ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসি

চলতি বছরের ডিসেম্বর মাসকে কেন্দ্র করেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ও ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের ভিন্ন কোনো প্রস্তুতি নেই।”

তিনি আরও জানান, কমিশনের অবস্থান অপরিবর্তিত এবং নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা আপাতত নেই।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, “পাঁচ স্তরের স্থানীয় নির্বাচন করতে এক বছরের মতো সময় লাগে। স্থানীয় ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়। জাতীয় নির্বাচন আগে হবে, এটি কমিশনের অগ্রাধিকার।”

সরকার যদি স্থানীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়, তবে সেটি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, তা তখন বলা যাবে বলে মন্তব্য করেন তিনি।

এই বৈঠকে জাপান, যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, জার্মানি, চীন, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন (EU), যুক্তরাষ্ট্র ও তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *