বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ও নীতি সুদহার অপরিবর্তিত রেখে ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৯.৮ শতাংশ এবং নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে আগামী ছয় মাস সুদের হার নতুন করে বাড়বে না।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এটি অনুমোদিত হয়।
সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান জানান, মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা গত ডিসেম্বরের তুলনায় কিছুটা কম (১৮.১০ শতাংশ ছিল)।
গত বছরের ১৮ জুন চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল। নতুন মুদ্রানীতিও সংকোচনমূলক নীতি অনুসরণ করছে, যার লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।