ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা

এই মুহূর্তে ভোজ্যতেলের বাজারে যে সাময়িক সংকট রয়েছে, তা অল্প কয়েক দিনের মধ্যেই কেটে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার দৌলতপুরে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পরিচালিত একটি জুট মিল পরিদর্শনের সময় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে বিভিন্ন পণ্যের মজুত ও সরবরাহের ওপর সরকারের কড়া নজরদারি রয়েছে। ভোজ্যতেলের বাজারে যে সংকট দেখা দিয়েছে, তা সাময়িক এবং দ্রুতই সমাধান হবে। তিনি আরও বলেন, ‘বিদ্যমান সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী নয়। সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

সরকারি মালিকানাধীন পাটকল চালুর ক্ষেত্রে দীর্ঘমেয়াদে লাভজনক কিছু হয়নি, বরং কেবল হাজার কোটি টাকা লোকসান হয়েছে বলে মন্তব্য করেন শেখ বশিরউদ্দীন। তাই সরকারের মালিকানায় থাকা জুট ও টেক্সটাইল মিলগুলো ব্যক্তিখাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘গত সপ্তাহে কুড়িগ্রামে অবস্থিত বন্ধ থাকা সরকারি টেক্সটাইল মিলটি বেসরকারি খাতে লিজ দেওয়া হয়েছে। লিজগ্রহীতারা সেখানে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এই সপ্তাহে আরও তিনটি মিল লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা যায়।’

খুলনার দৌলতপুর জুট মিলটি বেসরকারি উদ্যোগে চালু হওয়ায় প্রায় ৭০০ লোকের কর্মসংস্থান হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘পর্যায়ক্রমে এখানে আরও তিন হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের সফল উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে দেশের বেকারত্ব কমবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *