আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা

গুম-খুন ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে সরকার কোনো তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “সব হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার হবে। তবে তাৎক্ষণিক বিচার করতে গেলে অবিচার হয়ে যায়। আমরা অবিচারে নামব না।”

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২১টি শহীদ পরিবার ও সাতজন আহত ব্যক্তির মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা।

বিচারের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি, তাহলে আমাদের আর তাদের মধ্যে তফাৎ কোথায়? অপরাধীদের অবশ্যই পুলিশের হাতে তুলে দিতে হবে, আর যারা অপরাধী নয়, তাদের সৎ পথে ফিরিয়ে আনতে হবে।’

তিনি আইন হাতে তুলে না নিয়ে অপরাধীদের পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ভাই, এদেশ আমরা একসঙ্গে গড়ি, যেদেশ আমরা একসঙ্গে গড়ার স্বপ্ন দেখছি, তোমরাও সে স্বপ্ন দেখো। এদেশ আমার একার না, তোমারও দেশ এটি। তুমি এদেশের সন্তান। আমিও এদেশের সন্তান। তুমি আমাকে বহু কষ্ট দিয়েছে। আমি তোমারে কষ্ট দেব না। আমরা এক যোগে যত তাড়াতাড়ি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাব… যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে। যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে।’

এসময় তিনি জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আহ্বান জানান, দেশে কোনো সহিংসতা ও হানাহানি যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বৈঠকে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের জন্য সরকারের গৃহীত কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *