শিক্ষার্থীদের হামলার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি লেখেন, “গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষদিন, আমরা আসছি…”

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ (শনিবার) গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *