• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

গাজা দখলের ঘোষণা ট্রাম্পের, সেনা মোতায়েনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
বাইডেনের শপথকে সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিক হবে। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েনেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স ও আনাদোলুর পৃথক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এটি নিয়ে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমরা গাজার মালিক হবো, অবিস্ফোরিত বোমা ও অস্ত্র অপসারণ করব, ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণ করব এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটাব।’

যুক্তরাষ্ট্র গাজায় সেনা পাঠাবে কিনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যদি প্রয়োজন হয়, আমরা তা করব।’ তিনি আরও বলেন, ‘আমরা ওই অঞ্চল দখল করব, উন্নয়ন ঘটাব, হাজার হাজার কর্মসংস্থান তৈরি করব এবং এটি এমন কিছু হবে যা পুরো মধ্যপ্রাচ্যের জন্য গর্বের বিষয় হয়ে উঠবে।’

ট্রাম্প দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করেন না কিনা, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘টি কোনো দুই-রাষ্ট্র বা এক-রাষ্ট্র নীতির প্রশ্ন নয়। আমাদের মূল লক্ষ্য হলো গাজা উপত্যকাকে একটি সম্ভাবনাময় আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করা।’

তিনি আরও বলেন, ‘গাজা উপত্যকা হবে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’, যেখানে বিশ্বব্যাপী মানুষ বসবাস করবে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, ‘গাজাকে ইসরায়েলের জন্য আর কোনো হুমকি হতে দেওয়া যাবে না।’

ট্রাম্পের এই ঘোষণা নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর