আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরের আব্দুল্লাহপুর থেকে ঢাকা শহরে চলাচল করা ২১টি কোম্পানির প্রায় ২৬১০টি বাস টিকিট কাউন্টারভিত্তিক পরিচালিত হবে। যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাসে উঠবেন এবং সবগুলো বাস হবে গোলাপি রঙের।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। আব্দুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে টিকিট কাউন্টার ভিত্তিক বাস পরিচালনার উদ্যোগের বিষয়ে তিনি জানান, ১৬ বছর ধরে চলা নিয়মনীতির তোয়াক্কা না করা বাস-মিনিবাস চুক্তির মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবস্থা এই উদ্যোগের মাধ্যমে পরিবর্তন হবে। এর ফলে রুটে চলাচলে বৈষম্য কমবে, যানজট, বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসবে।
সাইফুল আলম বলেন, পরিবহন সেক্টরের শৃঙ্খলা জোরদার এবং ঢাকায় যানজট নিরসনের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গত ডিসেম্বরের সভায় গাড়ির মালিকদের চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদনের নির্দেশনা দেয়। এই সিদ্ধান্ত অনুসারে, আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে বাস পরিচালনা শুরু হবে।
তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরসহ অন্যান্য রুটে টিকিট কাউন্টার ভিত্তিক বাস চলাচল শুরু হবে। নতুন এই সিস্টেমে বাস চালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।