রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়াতে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম শিলা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
নিহত শিলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়, তবে তিনি বেতবুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করতেন। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, রোববার (২ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাত পাঁচজন ব্যক্তি শিলার ঘরে ঢুকে তাকে হত্যা করে। সোমবার বিকেলে প্রতিবেশীরা তার কোন সাড়া শব্দ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে গলাকাটা মৃতদেহ উদ্ধার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাতে শিলার বাসায় মাদকের আসর হয়েছিল। তার মরদেহের পাশে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। রোববার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার গলায় ও পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্তসহ সকল আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।