বাংলাদেশে ক্যানসার চিকিৎসা বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ঢাকায় কোনো সরকারি হাসপাতালে রেডিওথেরাপি মেশিন চালু নেই, আর ঢাকার বাইরে মাত্র দুটি সরকারি হাসপাতালে দুটি মেশিন চালু রয়েছে। সরকারি পর্যায়ে সারা দেশে কেবল দুটি রেডিওথেরাপি মেশিন সচল, এবং দেশে মাত্র সাতটি সরকারি ক্যানসার সেন্টার রয়েছে, যার মধ্যে তিনটি ঢাকায় ও চারটি ঢাকার বাইরে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা এই পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজিস্ট ডা. নাজিরুম মুবিন বলেন, “ক্যানসার চিকিৎসায় বাংলাদেশ এখন উল্টো পথে চলছে। ১০-১৫ বছর আগে যে চিকিৎসা দিতে পারতাম, তা এখন আর দেওয়া সম্ভব নয়।” তিনি জানান, বর্তমানে অনেক সরকারি মেশিন অকেজো হয়ে পড়েছে এবং নতুন মেশিন কেনা হয়নি।
এদিকে, জাতীয় ক্যানসার হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোয়াররফ হোসেন জানান, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি ক্যানসার সেন্টার দরকার। তবে আমাদের দেশে সেন্টারের সংখ্যা অপ্রতুল।” তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৫৫ হাজার নতুন ক্যানসার রোগী শনাক্ত হয়, এবং ১ লাখ ৯ হাজার রোগী মারা যায়, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
চিকিৎসকরা আরও বলেন, ক্যানসার চিকিৎসার সব ধাপ বাংলাদেশে রয়েছে, কিন্তু প্রধান সমস্যা রেডিওথেরাপি মেশিনের অভাব। জাতীয় ক্যানসার হাসপাতালে দুটি নতুন মেশিন এসেছে, কিন্তু অন্যান্য মেশিনগুলো এখনো মেরামত হয়নি। সেক্ষেত্রে রেডিওথেরাপি চিকিৎসার জন্য সরকার আট বিভাগের আটটি নতুন ক্যানসার সেন্টার চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যা রোগীদের জন্য কিছুটা সাহায্য হতে পারে। সূত্র: দেশ রুপান্তর