গেল ১৫ জানুয়ারি মুম্বাইয়ের মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছয়বার ছুরিকাঘাতের পর হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দুইটি অস্ত্রোপচার শেষে ২১ জানুয়ারি লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। হামলার পর প্রথমবার গণমাধ্যমের সামনে এলেন সাইফ, যেখানে তিনি শারীরিক অবস্থা এবং তার নতুন কাজ নিয়ে কথা বলেন।
সাইফ জানান, নেটফ্লিক্সের ছবি ‘জুয়েল থিফ: দ্যা হিস্ট বিগিংস’ নিয়ে তিনি বেশ উত্তেজিত।
বর্তমানে শারীরিক অবস্থা ও নতুন কাজ নিয়ে প্রশ্নের উত্তরে সাইফ বলেন, ‘আপনাদের সামনে দাঁড়াতে পেরে ভীষণ ভাল লাগছে। এই ছবিটি নিয়ে আমি খুবই উত্তেজিত। আমি আর সিদ্ধার্থ এই সিনেমাটি নিয়ে দীর্ঘদিন অনেক আলোচনা করেছি। আমি সবসময় এই ধরনের ছবিতে কাজ করার স্বপ্ন দেখেছি। তার মতো একজন ভাল সহ-অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আর তো কিছু বলার থাকতে পারে না।’
এছাড়া, হামলার ঘটনায় মুম্বাই পুলিশকে তদন্তে সহায়তা করছেন সাইফ। অভিযুক্ত শরিফুল এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সাইফ এবং তার স্ত্রী কারিনা কাপূর পতৌদি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পাপারাৎজিদের ছবি তোলা এবং বাইরে ভিড় কমানোর জন্য নতুন নিয়ম চালু করেছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস