• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

নিখোঁজ ১১ বছরের শিশু সুবার খোঁজ মিলেছে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকায় নিখোঁজ হওয়া ১১ বছরের আরাবি ইসলাম সুবাকে নওগাঁ জেলায় শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সে বর্তমানে এক বন্ধুর সঙ্গে অবস্থান করছে এবং তাকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকা থেকে আরাবি ইসলাম সুবা নামে ১১ বছরের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে। আরাবি ইসলাম সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের পর তার বাবা-মা ভেঙে পড়েছেন।

পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন ছেলের হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারে চেষ্টা চলছে। বর্তমানে নওগাঁয় তাদের অবস্থান শনাক্ত করা গেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, “আমরা নিশ্চিত হয়েছি যে, সুবা বর্তমানে রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অবস্থান পরিবর্তন করেছে। তবে দ্রুতই তাকে পুলিশ হেফাজতে আনা সম্ভব হবে।”

পুলিশ জানিয়েছে, সুবার পরিবারের সদস্যদের তার অবস্থান সম্পর্কে অবগত করা হয়েছে। এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বলেন, “পরিবারকে জানানো হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।”

সুবা দুই মাস আগে তার মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় আসে। গত রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কৃষি মার্কেট এলাকায় একটি ছেলের হাত ধরে রাস্তা পার হচ্ছে সুবা।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, “শিশুটির পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। পরিবারের ভাষ্যমতে, সুবার সঙ্গে থাকা ছেলেটির সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। ছেলেটির মোবাইল নম্বর আমাদের দেওয়া হয়েছে, যা প্রযুক্তির মাধ্যমে ট্র্যাক করে শিশুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।”

শিশু সুবার বাবা ইমরান রাজীব তার মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি আবেগঘন ফেসবুক পোস্ট করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনেক নেটিজেন পোস্টটি শেয়ার করে সুবাকে খুঁজে পেতে পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বর্তমানে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর