সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে র্যাব-২ এর একটি দল তাকে আটক করে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার ভিত্তিতে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য রাতেই তাকে সিরাজগঞ্জের তাড়াশে পাঠানো হয়েছে।