• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, ডিবি ও এপিবিএন সদস্যরা অবরোধস্থলের চারপাশে সতর্ক অবস্থানে রয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাখালীতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির চার প্লাটুন মোতায়েন করা হয়েছে।

সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ শুরু করেন, এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে একটি ট্রেন মহাখালী থেকে উল্টো পথে ফিরে যায়।

অবরোধের কারণে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, বিজিবি সদস্যরা এসকেএস টাওয়ারের সামনে অবস্থান নিয়েছেন, আর পুলিশ, ডিবি ও এপিবিএন সদস্যরা অবরোধস্থল ঘিরে রেখেছেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর