• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

তিতুমীর শিক্ষার্থীদের রেল অবরোধে থমকে গেল উপকূল এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
সংগৃহীত ছবি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার মহাখালী রেলক্রসিং অবরোধ করেছেন। এতে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে যায়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একইসঙ্গে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কে যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মহাখালী রেলপথে অবস্থান নেন এবং লাল পতাকা উড়িয়ে ট্রেন থামিয়ে দেন। এতে কমলাপুর থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস আটকে পড়ে।

ট্রেনের লোকোমাস্টার লতিফ গণমাধ্যমকে জানান, ট্রেনটি বিকেল ৩টা ২৫ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসে। গতি ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। মহাখালী রেলগেটে শিক্ষার্থীদের ভিড় ও লাল পতাকা দেখতে পেয়ে দ্রুত ট্রেনের গতি কমিয়ে থামাতে হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এর আগে, একই দাবিতে শিক্ষার্থীরা গুলশান লিংক রোড অবরোধ করেন এবং সড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করেন।

প্রসঙ্গত, গত বছরের ১৮ নভেম্বরও মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সে সময় দুটি আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর