• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
সংগৃহীত ছবি

দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি পাথরবোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এতে ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে হিলি-ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ট্রাকচালক মাহবুবের বাড়ি পঞ্চগড়ে, আর হেলপার আরিফের বাড়ি তেঁতুলিয়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন রেলক্রসিং পার হচ্ছিল। একই সময়ে পাথরবোঝাই একটি ট্রাক রেললাইন পার হচ্ছিল, কিন্তু ট্রেন এসে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হেলপার আরিফ। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক মাহবুবকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।

বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজেদুর ইসলাম সাজিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। নিহত হেলপারের মরদেহ উদ্ধার করা হয় এবং চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, ট্রাকটি পাথরবোঝাই করে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

এ ঘটনায় রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর