আলটিমেটাম দিয়ে বা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘আন্দোলন করা ভালো, তবে শিক্ষার্থীদের পরীক্ষাও দিতে হবে। শিক্ষা কার্যক্রম ব্যাহত করে কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো দাবি আদায় সম্ভব নয়।’
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি জানান, রাজধানীর সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে তোলার কাজ চলছে এবং এর মধ্যে তিতুমীর কলেজও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশেষ বিবেচনায় নেওয়া হলে সেটি হবে রাজশাহী কলেজ, কারণ এটি ঐতিহ্যবাহী ও দীর্ঘদিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, দেশের মোট বিশ্ববিদ্যালয়ের অর্ধেকই গত সাত বছরে প্রতিষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিকভাবে বিরল। শিক্ষার্থীদের আন্দোলনের অধিকার রয়েছে, তবে সেটি যেন শিক্ষা কার্যক্রম ও জনসাধারণের ভোগান্তির কারণ না হয়, সেদিকে নজর রাখতে হবে। সময় বেঁধে দিয়ে দাবি আদায়ের প্রবণতা যৌক্তিক নয়, এবং সরকার এমন অযৌক্তিক কোনো সিদ্ধান্ত মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় পরিকল্পনা সচিবসহ অন্যান্য সদস্যরা (সচিব) উপস্থিত ছিলেন।