ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাস খের গানের রিয়েলিটি শোগুলোকে কটাক্ষ করে বলেছেন, ‘সংগীত সাধনার নামে এখানে শুধুই ফিল্মি গান প্রচার করা হয়। আসলে এগুলো গানের রিয়েলিটি শো নয়, বরং ভেলপুরি বিক্রির মতো একটা ব্যবসা।’
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৈলাস বলেন, ‘বড় বড় সংস্থাগুলো বিনিয়োগ করছে এসব রিয়েলিটি শোতে, যেখানে প্রকৃত সংগীতের চর্চা হয় না। এর সঙ্গে সংগীত সাধনার কোনো সম্পর্ক নেই। মাত্র ২ শতাংশ প্রতিযোগী সত্যিকারের গানের চর্চা করেন, বাকিরা শুধু ব্যবসার অংশ।’
শুধু কৈলাস খেরই নন, এর আগেও রিয়েলিটি শোর নামে বাণিজ্যিকীকরণের সমালোচনা করেছেন সংগীতশিল্পী সুনিধি চৌহান ও অমিত কুমার। অমিত কুমার একবার বলেছিলেন, ‘বিচারকরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রতিযোগীদের প্রশংসা করেন, এমনকি ক্যামেরার সামনে পরিকল্পিতভাবে কাঁদেনও!’
উল্লেখ্য, ‘জি সারেগামাপা’, ‘ইন্ডিয়ান আইডল’, ‘ফেম গুরুকুল’-এর মতো শোগুলো থেকে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, মোনালি ঠাকুরের মতো শিল্পীরা উঠে এলেও সাম্প্রতিক বছরগুলোতে রিয়েলিটি শো নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে।