• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

বিএনপির আট জেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটটি জেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। জেলাগুলো হলো—মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর।

রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেহেরপুর জেলা বিএনপির কমিটি
জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট কামরুল হাসানকে সদস্য সচিব করে ৩০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

নাটোর জেলা বিএনপির কমিটি
রহিম নেওয়াজকে আহ্বায়ক এবং আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরী বাবুল, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব ও দাউদার মাহমুদ।

বান্দরবান জেলা বিএনপির কমিটি

স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক এবং জাবেদ রেজাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন অধ্যাপক উসমান গণি, যুগ্ম আহ্বায়ক মজিবুর রশিদ এবং সদস্য হয়েছেন মামাচিং।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি
ইদ্রিস মিয়াকে আহ্বায়ক, আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লিয়াকত হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি
আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে গঠিত আংশিক কমিটিতে সদস্য করা হয়েছে ছয়জনকে। তারা হলেন—এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, অ্যাডভোকেট আফম নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন ও গোলাম আবেদিন কায়সার।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটি
মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক এবং মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন মো. আব্দুল্লাহ, শহীদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন শামীম, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও আমিরুল হোসেন দোলন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি
মো. মামুন মাহমুদকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে ১নং যুগ্ম আহ্বায়ক হয়েছেন মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাশেকুল ইসলাম রাজীব ও শরীফ আহম্মেদ টুটুল, আর সদস্য হয়েছেন মো. গিয়াস উদ্দিন।

গাজীপুর জেলা বিএনপির কমিটি
ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শাহ রিয়াজুল হান্নানকে ১নং যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর