গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে বিনা যৌতুকে ৬৩টি বিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এসব বিয়ে সম্পন্ন হয়। আসরের নামাজের পর ভারতের মাওলানা যোহাইরুল হাসান বিয়ে পড়ান। বিয়ের আগে খুতবা প্রদান করা হয় এবং বর-কনের অভিভাবক ও বররা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে খেজুর বিতরণ ও বিশেষ দোয়া করা হয়।
তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ইজতেমায় অংশ নিতে এসে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন— আমিরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস গাজী (৬০), সাবেদ আলী (৭০), রমিজ আলী (৬০)।
বিশ্ব ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।
এবারের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব চলবে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।
এর আগে, ৩০ জানুয়ারি মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।