• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ১৬ নেতা নিহত, তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় ইসরায়েলি হামলায় নিহত তাদের ১৬ জন শীর্ষ নেতার একটি তালিকা প্রকাশ করেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে হামাস নিশ্চিত করেছে, সংগঠনের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া, গাজার শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ও উপ-প্রধান সালেহ আল-আরুরি। এছাড়া শীর্ষ সামরিক কমান্ডার মারওয়ান ইসা, আহমেদ আল-গান্দুর ও আয়মান নোফালও নিহত হয়েছেন।

হামাস তাদের বিবৃতিতে নিহত নেতাদের প্রতিরোধ সংগ্রামে অবদানের জন্য প্রশংসা করেছে এবং জানিয়েছে, তাদের মৃত্যু স্বাধীনতাকামী আন্দোলনকে দুর্বল করবে না।

এদিকে, গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর হয়েছে, যা প্রাথমিকভাবে ৪২ দিন স্থায়ী হবে। এই চুক্তিতে মধ্যস্থতা করেছে মিশর ও কাতার, এবং যুক্তরাষ্ট্রও এতে সমর্থন দিয়েছে।

ইসরায়েলের ১৬ মাসের হামলায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গাজায় এখনো ১১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, আর অঞ্চলটিতে ভয়াবহ মানবিক সংকট ও ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর