• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

আজ পবিত্র শবে মেরাজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

আজ পবিত্র শবে মেরাজ। মুসলমানদের জন্য এক বিশেষ মহিমান্বিত ও পবিত্র রজনী। ১ জানুয়ারি বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার পর ২ জানুয়ারি থেকে রজব মাস গণনা শুরু হয়। সেই হিসেবে আজ (২৭ জানুয়ারি) দিবাগত রাতে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র লাইলাতুল মিরাজ (শবে মেরাজ) পালিত হবে।

ফারসি শব্দ “শব” অর্থ রাত এবং আরবি শব্দ “মেরাজ” অর্থ ঊর্ধ্বারোহণ। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর হুকুমে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেন। তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন।

মুসলিম বিশ্বে এ ঐতিহাসিক ও অলৌকিক ঘটনাটি স্মরণে প্রতি বছর ২৬ রজবের রাতে শবে মেরাজ পালন করা হয়। বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতটি পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করবেন।

৬২০ খ্রিস্টাব্দে রজব মাসে নবুওতের একাদশ বছরে হজরত জিবরাইল (আ.)-এর সঙ্গে বোরাক বাহনে চড়ে মহানবী (সা.) পবিত্র কাবা থেকে বায়তুল মুকাদ্দাসে গমন করেন। সেখানে অন্যান্য নবী-রসুলের সঙ্গে নফল নামাজ আদায়ের পর সপ্তম আসমান ও সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেন। এরপর আল্লাহর আরশে পৌঁছে মহান রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেন এবং নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন।

প্রতিদিন নামাজে “আত্তাহিয়্যাতু” পাঠের মাধ্যমে উম্মতের জন্য এই মহান ঘটনার সাক্ষ্য বহন করা হয়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর