প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে রিয়াল মাদ্রিদে এসে এক বুক স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন কিলিয়ান এমবাপে। লক্ষ্য ছিল গোলের ঝলকানিতে চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অর জেতা। সেই স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ফরাসি সুপারস্টার। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন এমবাপে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে ভায়োদোলিদের মাঠ হোসে জোরিলা স্টেডিয়ামে তার দুর্দান্ত পারফরম্যান্সে ভায়োদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ৩০ মিনিটে জুড বেলিংহ্যামের সঙ্গে দারুণ বল আদান-প্রদানের মাধ্যমে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত শটে প্রথম গোল করেন এমবাপে। এরপর ৫৭ মিনিটে রদ্রিগোর পাস থেকে ডি-বক্সের বাঁ পাশে শট নিয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।
খেলার শেষ মুহূর্তে (৯০ মিনিটে) পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। ভায়োদোলিদের ফুটবলার মারিও মার্টিন জুড বেলিংহ্যামকে ডি-বক্সে ট্যাকল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেওয়া হয়। সেই সঙ্গে মার্টিনকে লাল কার্ড দেখানো হয়, ফলে স্বাগতিক দল ১০ জনে নেমে আসে।
এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ এখন ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫। বার্সেলোনা ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপে বলেন, “হ্যাটট্রিকের জন্য খুশি। তবে জয়ের জন্য আরও বেশি খুশি। অ্যাথলেটিকোর বিপক্ষে ড্রয়ের পর এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল।”
তিনি আরও যোগ করেন, “আমরা দলগত প্রচেষ্টায় ভালো খেলেছি। প্রথম গোলটি ছিল আমাদের দলীয় প্রচেষ্টার ফল। দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো পারফর্ম করতে পারতাম, তবে দ্বিতীয় গোল ও পেনাল্টি থেকে তৃতীয় গোল নিশ্চিত করেছি।”
এমবাপের এই পারফরম্যান্সে রিয়াল সমর্থকরা স্বপ্ন দেখছে আরও বড় সাফল্যের। ক্লাবটির জার্সিতে তার উজ্জ্বল ভবিষ্যত যেন কেবল সময়ের অপেক্ষা।