• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের বিপর্যয়: ৬-০ গোলে হার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

কনমেবলের বয়সভিত্তিক টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুতেই এই জয়ে উজ্জীবিত আলবিসেলেস্তেরা।

শনিবার (২৫ জানুয়ারি) ভেনেজুয়েলার মিসায়েল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দু’দল। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ক্লওদিও এচেভেরি। এছাড়া একটি করে গোল করেছেন ইয়ান সুবিয়াবরে, অগাস্টিন রুবের্তো ও সান্তিয়াগো হিদালগো। অপর গোলটি আত্মঘাতী।

ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই ব্রাজিল গোল হজম করে। ভ্যালেন্তিনো অ্যাকুনার থেকে বল পেয়ে ব্রাজিলের জালে বল জড়ান ইয়ান। এক মিনিট পরেই দ্বিতীয় গোল করেন এচেভেরি। এরপর ১১তম মিনিটে ব্রাজিলের ইগোর সেরেতোর আত্মঘাতী গোলে আর্জেন্টিনার ব্যবধান দাঁড়ায় ৩-০।

বিরতির পর, ৫২তম মিনিটে রুবের্তো, ৫৪তম মিনিটে এচেভেরি, এবং ৭৮তম মিনিটে শেষ গোলটি করেন হিদালগো।

আর্জেন্টিনার আধিপত্যের কারণে ম্যাচটি একপেশে হয়ে ওঠে। আগামী সেপ্টেম্বরে চিলিতে অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, যেখানে দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল জায়গা করে নেবে।

ব্রাজিলের পরবর্তী ম্যাচ বলিভিয়ার বিপক্ষে ২৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৩টায় এবং আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর