• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

ওষুধ, রেস্তোরাঁ, মোবাইল সেবা ও ওয়ার্কশপে বর্ধিত ভ্যাট প্রত্যাহার, প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

ওষুধ, রেস্তোরাঁ, মোবাইল সেবা ও ওয়ার্কশপে বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে চারটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২২ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ জানান, ৯ জানুয়ারি সরকারের জারি করা ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এবং ‘দ্য এক্সসাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট (এমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০২৫’ অনুযায়ী কয়েকটি পণ্য ও সেবার ভ্যাট এবং শুল্কের হার পুনঃনির্ধারণ করা হয়। তবে পরবর্তী সময়ে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধে এনবিআর বর্ধিত ভ্যাটের হার হ্রাস করেছে এবং চারটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।

এনবিআর জানিয়েছে, ওষুধ শিল্পের উপর বাড়ানো ৩% ভ্যাট প্রত্যাহার করে পূর্বের ২.৪% ভ্যাট হার বহাল রাখা হয়েছে। একইভাবে মোবাইল ফোন সেবা, ইন্টারনেট সেবা ও ওয়ার্কশপে বাড়ানো ভ্যাট এবং শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া, রেস্তোরাঁ সেবা ও মোবাইল ফোন সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্তও প্রত্যাহার করা হয়েছে, ফলে এসব সেবার খরচ বৃদ্ধি পাবে না।

এনবিআর আরও জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে সাধারণ জনগণের জন্য এসব সেবা আরও সহজলভ্য হবে এবং দেশের বৃহৎ জনগোষ্ঠী উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর