• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
সংগৃহীত ছবি

স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রেখেছে টাইগ্রেসরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে ১৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে এই ছোট লক্ষ্যই স্পিনারদের দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের জন্য অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ৩৫ ওভারে ক্যারিবিয়ানদের অলআউট করে ১২৪ রানে থামিয়ে দেয় বাংলাদেশ।

বোলিংয়ে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট নেন। রাবেয়া খান ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট শিকার করেন। মারুফা আক্তারও পেস আক্রমণে ২ উইকেট নেন।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান আসে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে। তার ইনিংসটি বাংলাদেশকে লড়াই করার মতো স্কোর দিতে সহায়তা করে।

আগামী শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতলে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করবে বাংলাদেশ। এমনকি ম্যাচ ড্র হলেও বাংলাদেশ নিউজিল্যান্ডকে পেছনে ফেলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। তবে হেরে গেলে বাছাইপর্বে খেলতে হবে।

ভারতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে স্বাগতিক ভারতসহ চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল সরাসরি অংশ নেবে। বর্তমানে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড উভয়ের পয়েন্ট ২১ হলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে কিউইরা। শেষ ম্যাচে জয় পেলে টাইগ্রেসরা নিশ্চিতভাবেই নিউজিল্যান্ডকে টপকে যাবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর