• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

নাঈমুর রহমান দুর্জয়ের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ নির্দেশ দেন।

দুদকের আবেদনে জানানো হয়, নাঈমুর রহমান দুর্জয় সংসদ সদস্য থাকাকালীন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন।

দুদক আরও জানায়, দুর্জয় ১৩টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৪৭ কোটি ১৯ লাখ টাকা জমা এবং ৪৬ কোটি ৪৬ লাখ টাকা উত্তোলন করেছেন। এই অর্থের উৎস দুর্নীতি ও ঘুষ বলে দাবি করে দুদক।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, দুর্জয় তার সম্পদ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তাই আদালত তার স্থাবর সম্পদ ক্রোক এবং ১২টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দেন।

উল্লেখ্য, তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর