যেকোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের তুলনায় ভালো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, দেশের বর্তমান অস্থিরতা ও সংকট থেকে উত্তরণের জন্য আবারও একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন। তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের পক্ষেই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। যেকোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো।’
প্রশাসনে দুর্নীতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতি, চুরি, এবং ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের মধ্যে এখন আর কোনো চিন্তা নেই।’
বক্তব্যে তিনি পড়াশোনা ও জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং ছাত্রদের বর্তমান পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘অতি বিপ্লবের মানসিকতা নিয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না।’
অনুষ্ঠানে জিয়াউর রহমানের অবদান ও তার সময়কালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনাও হয়। বক্তারা জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে বর্তমান সংকট উত্তরণে কাজ করার আহ্বান জানান।