• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন। তবে তিনি স্বীকার করেছেন, এই আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

অভিষেকের পরপরই ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় সমর্থকদের সামনে এবং পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প এই নির্বাহী আদেশে সাক্ষর করেন। আদেশে তিনি প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা ৭৮টি নির্বাহী আদেশ স্থগিত করেন, যার বেশ কয়েকটি বাস্তবায়ন হয়নি।

দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেন এবং শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত করেন।

ট্রাম্পের আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাওয়ার অধিকার আর থাকবে না। তিনি বলেন, ‘জন্মসূত্রে নাগরিকত্বের ধারণা সম্পূর্ণ অযৌক্তিক। এটি বদলানোর জন্য সংবিধানকে পুনর্বিবেচনা করা দরকার।’

ট্রাম্প স্বীকার করেছেন, এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার স্পষ্টভাবে উল্লেখিত থাকায় এর পরিবর্তন সহজ হবে না।

ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের অভিষেকের পরপরই এই আদেশ তার কঠোর অভিবাসন নীতির ধারাবাহিকতা। তবে এটি দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে তীব্র বিতর্কের সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর