যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের সেবা আবারও চালু হয়েছে। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ডোনাল্ড ট্রাম্প টিকটক নিষেধাজ্ঞা কার্যকর বিলম্বিত করতে নির্বাহী আদেশ জারি করার প্রতিশ্রুতি দিলে এই সেবা পুনরায় চালু হয়। সোমবার (২০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) টিকটকের সেবা বন্ধ হয়ে যায়। এর আগে, মার্কিন কংগ্রেস চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার আইন পাস করে। তবে ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তিনি এই নিষেধাজ্ঞা কার্যকর হতে বিলম্ব করবেন।
উল্লেখ্য, গত শুক্রবার সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধ করার আইন বহাল রাখে। আইন অনুযায়ী, ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না হলে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্পের হস্তক্ষেপে বিষয়টি নতুন মোড় নেয়।
এ সিদ্ধান্তের ফলে টিকটকের প্রায় ১৭ কোটি মার্কিন ব্যবহারকারী আবারও অ্যাপটির সেবা উপভোগ করতে পারবেন।