• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা প্রশমিত, তবুও সতর্ক অবস্থানে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
সংগৃহীত ছবি

কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই শিবগঞ্জ সীমান্তে দুই দেশের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। তবে রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এরপরও স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

দুপুরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার কালিগঞ্জ ও চৌকা সীমান্ত ঘুরে এ তথ্য জানা গেছে।

স্থানীয় বাসিন্দা আলি হাসান জানান, গতকাল সারাদিন সীমান্তে উত্তেজনা ছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও শূন্যরেখায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আরেক বাসিন্দা আনারুল ইসলাম বলেন, “গতকাল ভারতীয়দের তাণ্ডবে ২০-৩০ বাংলাদেশি আহত হয়েছেন। তবে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আতঙ্ক পুরোপুরি কাটেনি।”

আসরাফুল নামে স্থানীয় এক কৃষক জানান, “সকাল থেকে স্বাভাবিকভাবে বাংলাদেশিরা জমিতে কাজ করছেন। সীমান্তের শূন্যরেখায় বিজিবি পাহারা বসিয়েছে। তবে কখন ভারতীয় নাগরিকদের আক্রমণ হতে পারে তা বলা যাচ্ছে না। ফলে আতঙ্ক কাটেনি।”

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, সীমান্ত এলাকায় বাইরের লোকজনের প্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তিনি সবাইকে ফেসবুক বা ইউটিউবের উদ্দেশ্যে অযথা সীমান্ত এলাকায় ভিড় না করার আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের সহিংস পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি আরও বলেন, “চৌকা ও কিরণগঞ্জ ক্যাম্পের মাঝামাঝি সীমান্ত পিলার ১৭৭ বরাবর বাংলাদেশের ভেতরে থাকা কিছু আম গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সঙ্গে সঙ্গে শূন্যরেখায় বিজিবির টহল জোরদার করা হয়।”

স্থানীয় প্রশাসন ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর