• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, ভর্তি ৪৬ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের রবিবার (১৯ জানুয়ারি) প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে ১৫ জন এবং খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৬৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৭৭ জন। এর মধ্যে ৬০ দশমিক দুই শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক আট শতাংশ নারী। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন, মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর