• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকার অনুদান অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ব্যক্তির চিকিৎসার জন্য ১৫০ কোটি টাকা অনুদান ছাড়ের অনুমোদন দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। চলতি (২০২৪-২৫) অর্থবছরের বাজেট থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে উপসচিবের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তা” শীর্ষক খাতে ২৩২ কোটি ৬০ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে ১৫০ কোটি টাকা শুধুমাত্র আহতদের চিকিৎসার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

ক্যাটাগরি ‘এ’: ১ হাজার ব্যক্তি প্রতিজন ২ লাখ টাকা (মোট ২০ কোটি)। ক্যাটাগরি ‘বি’: ৩ হাজার ব্যক্তি প্রতিজন ১ লাখ টাকা (মোট ৩০ কোটি)। ক্যাটাগরি ‘সি’: ৪ হাজার ব্যক্তি প্রতিজন ১ লাখ টাকা (মোট ৪০ কোটি)। ক্যাটাগরি ‘ডি’: ৭ হাজার ব্যক্তি প্রতিজন ৫০ হাজার টাকা (মোট ৩৫ কোটি)।

এছাড়া দেশে-বিদেশে পরামর্শ সেবার জন্য ২৫ কোটি টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর জন্য ১০ লাখ টাকা করে মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে, যা মেয়াদপূর্তির পর নগদায়নযোগ্য হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ে আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নীতিমালা জারি করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের সহায়তা প্রদানে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর