দক্ষিণ আফ্রিকার মাটিতে বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে নেপালকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার (১৮ জানুয়ারি) নেপালের দেওয়া মাত্র ৫৩ রানের সহজ লক্ষ্য ৪০ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে টাইগ্রেসরা।
টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শুরু থেকেই দুর্দান্ত বোলিংয়ে নেপালের ব্যাটিং লাইনআপে আঘাত হানে টাইগ্রেসরা। মাত্র ৫২ রানে অলআউট হয় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার সানা পারভেন। জান্নাতুল মাওয়া দুটি উইকেট শিকার করেন। এছাড়া নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার শিকার করেন একটি করে উইকেট। বাকি ৫টি উইকেট রান আউটের মাধ্যমে যায়।
৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ১১ রানে হারায় ৩টি উইকেট। সুবর্ণা (৪), ফাহমিদা ছোঁয়া (১) এবং জুয়াইরিয়া ফেরদৌস (২) দ্রুত সাজঘরে ফেরেন। তবে পরে সুমাইয়া আক্তার (১২) এবং সাদিয়া ইসলামের (১৬) দৃঢ়তায় জয় নিশ্চিতের পথে এগিয়ে যায় দল। শেষ পর্যন্ত জান্নাতুল মাওয়ার ৫ এবং আফিয়া আশিমা ইরার অপরাজিত ৯ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে আত্মবিশ্বাসী শুরু করল বাংলাদেশের নারী অনূর্ধ্ব-১৯ দল। পরবর্তী ম্যাচগুলোতে দলটি এমন ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা সবার।