• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

স্বাস্থ্যখাত সংস্কারে অগ্রাধিকারমূলক পদক্ষেপের ঘোষণা স্বাস্থ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
উপদেষ্টা নূরজাহান বেগম। সংগৃহীত ছবি

দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, ‘প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ যদি আরও সংস্কার দাবি করে, তাহলে নির্বাচন বিলম্বিত হতে পারে। জুন পর্যন্ত সেই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা জনগণের সেবায় দায়িত্ব পালন করছি। জনগণ যদি চায়, আমরা থাকব; যদি না চায়, আমরা চলে যাব। আমাদের লক্ষ্য জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করা।’

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় নূরজাহান বেগম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বিগত সরকারের নেওয়া স্বাস্থ্য প্রকল্পগুলোকে ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী করেন এবং স্বাস্থ্যখাতে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর