রাজশাহীর মাদরাসা মাঠে শনিবার (১৮ জানুয়ারি) জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন?” তিনি বলেন, “ক্ষমতার দাপটে কেয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। কিন্তু পলায়ন এবং পরাজয় প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।’
তিনি আরও বলেন, ‘ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও তিনিই। আল্লাহ নির্দেশ দিয়েছেন ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের প্রতি সম্মান প্রদর্শনের। যারা তা মানবে, আল্লাহ তাদের সম্মান বাড়াবেন। কিন্তু যারা সমাজে জুলুম-অবিচার চালাবে, আল্লাহ তাদের সম্মান ও রাজত্ব কেড়ে নেবেন।’
জামায়াতের আমির বলেন, ‘সাড়ে ১৫ বছর ধরে আলেম-ওলামা ও আমাদের নেতাকর্মীদের উপর তাণ্ডব চালানো হয়েছে। শত শত নেতাকর্মীকে হত্যা, গুম এবং চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় এ জাতি ৫ আগস্ট জুলুমের কবল থেকে মুক্তি পেয়েছে।’
তিনি অভিযোগ করেন, বিগত সরকার তাদের নিবন্ধন কেড়ে নিয়েছে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করায়। “তারা নিজেরাই নিজেদের সর্বময় ক্ষমতার মালিক ভাবত। কিন্তু সেই ক্ষমতাই তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে,” বলেন ডা. শফিকুর।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মাওলানা কেরামত আলী। এ সময় রাজশাহী মহানগর ও জেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।