• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

সরকারের খরচ কমানোর দিকে নজর দেওয়া উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে সরকারের অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প ও পরিচালন ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে বিএনপি। দলটি বলেছে, খরচ কমানোর মাধ্যমে বাজেট ঘাটতি পূরণ এবং জনগণের ওপর আর্থিক চাপ কমানো সম্ভব।

আজ শনিবার (১৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘সরকারের খরচ কমানোর দিকে নজর দেওয়া উচিত। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিলে ২০ শতাংশ উন্নয়ন খরচ কমানো সম্ভব, যা প্রায় ৬০ হাজার কোটি টাকা সাশ্রয় করবে। পরিচালন ব্যয় ১০ শতাংশ কমিয়ে ৫০ হাজার কোটি টাকাও সাশ্রয় করা সম্ভব।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘সরকারের এই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। ভ্যাট বৃদ্ধি জনজীবনে ভোগান্তি বাড়াবে এবং মূল্যস্ফীতি ত্বরান্বিত করবে। এটি নিম্নবিত্ত মানুষের ওপর বোঝা বাড়াবে, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর।’’

তিনি আরও বলেন, ‘‘সরকার পরোক্ষ কর বাড়ানোর পরিবর্তে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারে। প্রত্যক্ষ কর সব শ্রেণির মানুষের উপর সমানভাবে প্রভাব ফেলে না এবং নিম্নবিত্তদের রক্ষা করে। খরচ কমিয়ে এবং আর্থিক ব্যবস্থাপনা পুনর্গঠন করেও অর্থনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর