বর্তমান বিপিএলে এখন পর্যন্ত সেরা দল বলে যদি কিছু বলা হয়, তবে সেটি নিঃসন্দেহে রংপুর রাইডার্স। দলটির দুর্দান্ত ফর্ম এবং জয় পরিসংখ্যান একে প্রতিষ্ঠিত করেছে সেরা হিসেবে। তারা আবারও ব্যাটিংয়ের কিছুটা বিপদ সত্ত্বেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চিটাগাং কিংসকে পরাজিত করেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিপিএলের ২৪তম ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে মাঠে নামে রংপুর রাইডার্স। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান তোলে রংপুর। চিটাগাং কিংস তার জবাবে ১৩১ রানে থেমে যায়, ফলে ৩৩ রানে জয় পায় রংপুর। এ জয়টি রংপুরের টানা অষ্টম জয় ছিল।
এরপর খুশদিল শাহের ৫৯ রানের ঝড়ো ইনিংসের মাধ্যমে রংপুর রাইডার্স লড়াইয়ের পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয়। খুশদিল শাহ তার ২৮ বলের ইনিংসে ৭টি ছক্কা এবং ২টি চার মারেন। চিটাগাংয়ের বোলিংয়ে আলিস আল ইসলাম ২৮ রানে দুটি উইকেট নিয়েছেন, এবং মোহাম্মদ ওয়াসিম দুটি উইকেট নিলেও ৪২ রান দিয়েছেন।
চিটাগাংয়ের ব্যাটিংয়ের শুরুটা হতাশাজনক ছিল। ওপেনার উসমান শূন্য রানে আউট হন। এর পরও শামীম হোসেন ৩৮ রান করে একক লড়াই করলেও, টপ অর্ডার ব্যর্থ হওয়ার কারণে চিটাগাং রংপুরের স্কোর ছুঁতে পারেনি।
এখন পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে সোহানের দল টেবিলের শীর্ষে রয়েছে, যার ফলে বাকি দলের জন্য তাদের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে।